বাড়ি ফেরা হলো না ছোট্ট নিঝুমের

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসচাপায় নিঝুম মনি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘনিরামপুর বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় পৌনে একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত নিঝুম ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিঝুম মনি বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় রংপুর থেকে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই মারা যায় নিঝুম।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে রংপুর-সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন জানান, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

No comments