পঞ্চগড় রেলষ্টেশনে অনলাইনে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু
আজ থেকে পঞ্চগড় রেলষ্টেশন থেকে অনলাইনে টিকিট বিক্রয় শুরু হয়েছে। পঞ্চগড় থেকে আন্তঃনগর একতা, দ্রুতযান এক্সপ্রেস সহ বাংলাদেশের যে কোন আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারবেন, এবং পঞ্চগড় থেকে আসন সহ দিনাজপুর এবং পঞ্চগড় টু ঢাকা পর্যন্ত টিকিট কাটতে পারবেন, এবং ঘরে বসে অনলাইনে কাউন্টারে টিকিট আছে কিনা এবং কত গুলো আসন ফাঁকা আছে তা জানতে ও দেখতে পারবেন। আপনার অনলাইন একাউন্ট দিয়েই ৩ থেকে ১২বছর ছেলেমেয়ের অপ্রাপ্ত টিকিট ক্রয় করতে পারবেন ।
https://www.esheba.cnsbd.com ওয়েবসাইট এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে টিকেট ক্রয় করতে পারবেন।
পরিবারের ৪ জনের টিকেট একসাথে কাটতে হলে একজনের রেজিস্ট্রেশন করতেই হবে এবং তাঁর নামেই টিকেট করতে হবে। যার নামে টিকেট কাটা হয়েছে (সাথে ৩ জন) তাঁকে ভ্রমণ করতেই হবে। কোনভাবেই টিকেট হস্তান্তরযোগ্য নয়। টিকেট কালোবাজারি রোধে ট্রেনে আপনার পরিচয় (নাম এবং মোবাইল) টিকেটের সাথে মিলিয়ে দেখা হবে।

কয়টা টিকিট পাচ্ছে এখন পঞ্চগড়?
ReplyDelete35
ReplyDeleteonline koyta ticket bikri hoy
ReplyDelete